জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খান। যে এ্যালবাম দিয়ে তার এই জনপ্রিয়তা গীতিকার ,সুরকার এবং একজন কণ্ঠ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ সেই অ্যালবাম কথোপকথন যা আজ থেকে ১৬ বছর পূর্বে প্রকাশ পেয়েছিল।
![]() |
Photo source:facebook.com/tahsanfans |
সেই এ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান দূরে তুমি দাড়িয়ে ( ঈর্ষা) গান আজও বেঁচে আছে লাখো কোটি ভক্তের মাঝে এখনো নতুনের মত করে।
যখন দেশ আজ সংকটাপন্ন করোনা ভাইরাসের ছোবলে তখন যত্ন করে রেখে দেওয়া সেই প্রথম এ্যালবামের অরিজিনাল মাস্টার ডাট নিলামে তুলে দিবেন অসহায়কে সহায়তা করার জন্য।
সাথে তার সেই জনপ্রিয় গান ঈর্ষা (দূরে তুমি দাড়িয়ে) যে কাগজে লিখেছিলেন নিজের হাতে ১৬ বছর আগে।শত ঝর-বৃষ্টির মাঝেও সেই সযত্নে রাখা হাতে লেখা লিরিক্সের কাগজটাও নিলামে তুলে দিবেন এই মহানায়ক।
তিনি ফেসবুকে পোস্ট করেন যে,
" আমার ভক্তদের কাছে অমূল্য এমন কি আমি অকশনে দিতে পারি ভাবছিলাম
- যে অ্যালবাম দিয়ে আমি লিরিসিস্ট, কম্পোজার এবং সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করি সেই ‘কথোপকথন’ এলবামটির অরিজিনাল মাস্টার DAT
- ২০০৪ এর দিকে ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠাটা, যে গানটি আজ এই ১৬ বছর পরেও আমার ভক্তদের মাঝে বেঁচে আছে
- আমার বাসায় আমন্ত্রণ, বাসায় বসে আপনার সবচেয়ে পছন্দের গানগুলো পিয়ানোতে শোনাতে চাই।"
এর আগেও তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অর্থ অনুদান করেছেন।তবে এবার যে ত্যাগ তিনি করছেন তা স্বর্ণাক্ষরে মানুষের হৃদয়ে লেখা থাকবে।
share to encourage others
0 Comments