লার্নার লাইসেন্স করার মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া শুরু হয়।আগে লার্নার করতে বিআরটিএ গিয়ে লার্নার লাইসেন্স ফরম নিয়ে এর সাথে প্রয়োজনীয় কাগজ নিয়ে সংযুক্ত ( ন্যাশনাল আইডই কার্ড, সার্টিফিকেট ফটোকপি,রক্ত্রের গ্রুপ ,ইত্যাদি ) করতে হতো।
কিন্তু বিআরটিএ নতুন একটি অনলাইন সার্ভিস চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই লার্নার লাইসেন্স করা যাবে।
এখন থেকে খুব সহজেই বিআরটিএ অফিস যাওয়ার ঝামেলা এড়িয়ে বাসায় বসে লার্নার করা যাবে ।এর জন্য প্রথমে https://bsp.brta.gov.bd লিঙ্ক ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
যাদের বিভিন্ন ওয়েব সাইট ভিসিটের অভ্যাস রয়েছে তাদের জন্য অনেক সহজ হবে আর যাদের ওয়েবসাইট ভিসিট অথবা ইন্টারনেট বিষয়ে অভিজ্ঞতা কম তারা আশেপাশে কোনও অভিজ্ঞ ব্যক্তিদের কাছে শিখে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে সাধারন তথ্য যেমন নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয় নাম্বার এসব লাগবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স অপশনে গিয়ে শিক্ষানবিস লাইসেন্স আবেদনে ক্লিক করে আপানার প্রয়োজনিও কাগজ গুলো স্ক্যান অথবা মোবাইল দিয়ে ছবি তুলে সংযুক্ত করতে পারবেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্তের পূর্বে সত্যায়িত করে নিতে হবে ।
সব শেযে টাকা জমা দিতেও আপনাকে কোথাও যেতে হবে না আপনি ডিবিবিএল ব্যাংক,ডিবিবিএল রকেট,সিটি ব্যাংক অথবা যেকোনো ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন শুধু মটরসাইকেল এর জন্য ৩৪৫ টাকা জমা দিতে হবে।
পেমেন্ট হয়ে গেলে প্রিন্টের অপশন পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট দিলেই পেয়ে যাবেন আপনার কাংখিত ড্রাইভিং লার্নার লাইসেন্স।
You can also Watch it in youtube:
https://m.youtube.com/watch?v=fnGfz7L0hKY&feature=youtu.be
12 Comments
যারা ১৮ মাস আগে আঙ্গুলের ছাফ দিয়েছেন তারা ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড পাবেন কত বছর পরে....?
ReplyDeleteআশা করা যায় ১৮ বছর পর পাওয়াযাব। আমিওভুক্তভোগী একজন।
DeleteNice solution
ReplyDeleteEasy solution
ReplyDeleteযার লারনার করা আছে কিন্তু পরিক্ষা দেওয়া হয় নাই তার বিষয় এ কিছু বললে ভাল হত
ReplyDeleteখুব তারাতারি পরবর্তি প্রসেস নিয়ে লেখার চেষ্টা করবো
Deleteআমার লারনার করা আছে এই মহামারীর কারনে তারিখ দেয়া হয় নাই
ReplyDeleteআমার পরিক্ষায় পাস করছি, আঙ্গুলের ছাপ দয়া হয়নি।
ReplyDeleteআমি পরীক্ষা দিছি ৬ মাস আগে, পরে ব্যাংকে টাকাও দিছি কিন্তু, এবার কি করব?
ReplyDeleteলাইসেন্স এর শুরু থেকে শেষ পরজন্ত প্রক্রিয়াই কত সময় লাগে ? কেউ যদি সাহায্য করার মত থাকেন তবে যোগাযগ রাখতাম।
ReplyDeleteআমার ড্রাইভিং লাইসেন্স ২৮/৬/২০২০ তারিখে পাওয়ার কথা । পাবো কি?
ReplyDeleteAkram er 2444@gmail.com
ReplyDelete