পুরো পৃথিবীর লাখ মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেন।এই মাসটি রোজা রাখা,আধ্যাত্মিক পরিশোধন,প্রার্থনার মাস হিসেবে মুসলমানরা পালন করে।রমজান সম্পর্কে ৮ টি মূল্যবান তথ্য সবার জানা দরকার।
![]() |
Photo Source:www.needpix.com |
১।রমজান মাসে রোজা রাখা ইসলামের ৫ স্তম্ভের একটি।
২।মুসলমানরা বিশ্বাস করে যে, এটি সেই মাস যে মাসে কোরানের প্রথম আয়াত নাজিল হয়েছিল ।
৩।প্রতি বছর এই মাসের সময় পরিবর্তন হয় ।কারন এর সময়কাল ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে।
৪।যে মুসলিমরা রোজা রাখে তাদের কিছু কাজ থেকে বিরত থাকতে হয় ।
যেমনঃ
i)আহার
ii)পানি পান
iii)ধূমপান
iv)যৌন ক্রিয়াকলাপ।
৫।রোজাদার ব্যক্তিদের বিভিন্ন ধরনের বদ অভ্যাস ,কথাচালাচালি,কুবচন থেকে বিরত থাকতে হয়।
৬।কিছু ব্যক্তিদের জন্য রোজা রাখার বাধ্যবাধকতা নেই।
যেমনঃ
i)অসুস্থ ব্যক্তি
ii)বৃদ্ধ ব্যক্তি
iii)গর্ভবতী মহিলা
iv)ঋতুমতী মহিলা
(তারা চাইলে এই ফরজ রোজা গুলো পরে করতে পারবেন)
৭।রমজান মাস দানশিলতার মাস কারন অন্যান্য মাসের তুলনায় এ মাসে দান করলে কয়েক গুন বেশি সওয়াব পাওয়া যায়।
৮। পরিশেষে মুসলিমরা রমজান মাস শেষে ঈদ-উল-ফিতর উদযাপন করে ১ মাস রোজা রাখার উপহার হিসেবে।
(সবাই বাসায় থেকে ইবাদত করেন)
0 Comments