মানুষের খাদ্যের যোগান দেয় কৃষক। কৃষকের খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন বীজের।আর সেই বীজ বিক্রয় যদি কমে যায় তবে দেশে খাদ্য উৎপাদনও কমে যাবে।
করোনা মহামারীর কারনে বীজ বিক্রয়ে কিছুটা প্রভাব পড়েছে।একদিকে যেমন গনপরিবহন বন্ধ থাকায় কৃষকরা বীজ ক্রয় করতে আসতে পারছেনা আবার অন্যদিকে বীজ বিক্রেতারা ককৃষকের জন্য বীজ সংগ্রহ করতে পারছেনা।
করোনা মোকাবেলায় আবার অনেক বীজ বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।যদিও কৃষি পণ্যের সাথে সংশ্লিষ্টদের উপর কোন নিষেধাজ্ঞা নেই। আবার কিছু প্রতিষ্ঠান সীমিত সময়ের জন্য খোলা থাকলেও তেমন বেচাকেনা না থাকায় খুব তারাতারি বন্ধ করে দিচ্ছে।অনেক সময় কৃষক বা খুচরা দোকানদার বীজ ক্রয় করতে আসছে কিন্তু বীজ পরিবহনে অনেক অসুবিধা হচ্ছে।
এ সময় ধান ,পাট এবং বিভিন্ন সব্জি মৌসম থাকা সত্তেও তেমন বিক্রি হচ্ছে না বীজ বিক্রেতাদের।আবার আমদানি বন্ধ থাকায় কিছু বিদেশী পন্য সংগ্রহ ও সরবারহ করা সম্ভব হচ্ছে। এমতবস্থায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বীজ বিক্রেতারা।
তবে সামনে দেশ সংকট কাটিয়ে উঠবে এবং সব কিছু স্বাভাবিক হবে এমনটাই আসা করে বীজ বিক্রেতারা।
0 Comments